এক ঝলক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন

By মেহেরপুর নিউজ

February 07, 2021

মেহেরপুর নিউজ:

সারা দেশে মোট ১ হাজার ৫টি হাসপাতালে একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে । প্রথম দিন ১ হাজার ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০২টি টিম এই টিকাদান কর্মসূচি সম্পন্ন  করার লক্ষে কাজ করছে  ।

রবিবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন করোনা টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য জনসাধারণকে এই ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “এত দ্রুত টিকা নিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, বিশ্বের অনেক দেশে এখনও কোভিড ১৯ এর টিকা পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্তের কারণে ৭ ফেব্রুয়ারি সারাদেশে একসাথে কোভিড ১৯ করোনাভাইরাস এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।