টপ নিউজ

জনপ্রশাসন মন্ত্রী ৩ দিনের সফরে আগামী কাল মেহেরপুর আসছেন

By মেহেরপুর নিউজ

January 31, 2024

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৩ দিনের সফরে মেহেরপুর আসছেন। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন সড়কপথে মেহেরপুর পৌঁছাবেন। সফরের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন শুক্রবার বেলা ১১ টায় মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

শনিবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে। রবিবার সকালে ফরহাদ হোসেন ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করার কথা।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন বিপুল ভোটে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর দিন গঠিত মন্ত্রিপরিষদে জনপ্রশাসন মন্ত্রী হিসেবে ফরাহাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পূর্ণমন্ত্রী লাভের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি মেহেরপুর আসছেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুরের সাজ সাজ রব পড়ে গেছে।

মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে নাগরিক সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ফরাহাদ হোসেনের মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুর প্রবেশদ্বার সহ শহরে বিভিন্ন এলাকায় বিশাল আকারের তোরণ তৈরি করা হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করছে।