কবিতা

জন্ম শতবার্ষিকী

By মেহেরপুর নিউজ

March 14, 2020

নূর আলম:

তোমার আগমন আনন্দে বসন্ত হয়েছিল ঋতুরাজ

বাতাবি লেবুরর ফুল ফুটেছিলি ফুল

ফুটেছিল সজনে গাছে।

 

মুকুলে মুকুলে পাগল করা ঘ্রাণে

সেজেছিল আম্রকানন।

তোমার আগমনে ধন্য হলো

গোপাল গঞ্জের টুঙ্গি পাড়া।

 

বাংলার শ্রেষ্ঠ বক্তার আগমনে ধন্য হতে

গভীর উদ্বেগ উৎকন্ঠায়

অপেক্ষমান ছিল রেসকোর্স ময়দান।

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে

তুমি এসেছিলে ৭১ এর ৭ই মার্চ

অধিকার আদায়ের লড়াকু সৈনিক হয়ে

পরদেশী শোষকের কালোহাত ভেঙে দিয়ে

স্বাধীন স্বদেশের কথা বলতে।

বাহান্ন,বাষট্টি উনসত্তর,সত্তর একাত্তর

সবথানেই ছিলে তুমি।

শোষকের রক্তচক্ষু তোমাকে খাঁচা বন্দী করে

রাখতে পারেনি।

দু লক্ষ মা বোনের সম্ভ্রম আর ৩০ লক্ষ

জীবনের বিনিময়ে

তোমার মন্ত্রে উজ্জীবিত বাঙালী

শত্রু সেনাদের পরাজিত করে

প্রিয় স্বদেশের আকাশে উড়িয়েছিল লাল

সবুজের পতাকা।

তুমি এসেছিলে তোমার বাংলার মাটিতে

মহাকাব্যের মহানায়ক হয়ে।

তাইতো দেশে দেশে আজ পালিত হচ্ছে

তোমার জন্ম শতবার্ষিকী।