বর্তমান পরিপ্রেক্ষিত

জমি জাল করে দখলে পটু তেরাইলের শরিফুল

By মেহেরপুর নিউজ

August 28, 2017

মেহেরপুর নিউজ,২৮ আগষ্ট: মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামের শরিফুল ইসলাম ওরফে তেলোং এর বিরুদ্ধে আপন ভাইসহ তিনজনের জমি দখলের অভিযোগ উঠেছে। লেখাপড়াতে পটু না হলেও জমি জাল করে দখল করাতে পটু শরিফুল ইসলাম। তার এই কুকর্মে রীতিমত অতিষ্ঠ গ্রামবাসী। দখলবাজ শরিফুল ওই গ্রামের মৃত আশরাফ আলী বিশ্বাসের ছেলে। পেশিশক্তি প্রয়োগ করে জমি দখলের কারণে এর আগে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সংঘর্ষ ও শালিসে প্রতিকার না পেয়ে আপন ভাই আনারুল ইসলামসহ তিন জন গত ১৭ আগষ্ট গাংনী থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেছেন। অপর অভিযোগ কারীরা হলেন, একই উপজেলার ওলিনগর গ্রামের জব্বার শেখের ছেলে নুরুল ইসলাম ও তেরাইল গ্রামের আজগর আলীর ছেলে কামরুল ইসলাম। আনারুলের অভিযোগ থেকে জানা গেছে, তেরাইল মৌজার আরএস ১৮৪৬, ১৮৩৯ ও ১৮৩৭ নং খতিয়ানের ৪৬৯৪/৪৬৯৩ ও ৪৬৯৫ দাগে সাড়ে ১৫ শতক জমি তেরাইল গ্রামের আমরিুল গংদের কাছ থেকে ক্রয় করেন মৃত আশরাফ আলী বিশ^াসের ছেলে আনারুল ইসলাম। সম্প্রতি জাল দলিল তৈরী করে ওই জমির মালিকানা দাবি করেন আনারুলের ভাই শরিফুল ইসলাম। এর পর খারিজের জন্য গাংনী ভূমি অফিসে শরিফুল আবেদন করেন তিনি। শরিফুলের জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে খারিজ আবেদন বাতিল করেন গাংনী সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ। অভিযোগে আরো জানা গেছে, আনারুলের জমি দখল করে সেখানে স’মিল স্থাপন করেছে শরিফুল। স’মিলের কাঠের গুড়ি ফেলে ওই জমি সহ জমির বাকি অংশ দখলের অপচেষ্টা করছে শরিফুল। জমি দখলের বাধা দেয়ায় শরিফুল ও তার লোকজনের হাতে আনারুল পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনায় গাংনী থানায় শরিফুলের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। এদিকে, নুরুল ইসলামের অভিযোগ থেকে জানা গেছে, তেরাইল মৌজার ৪৪৬৮/৫৭৪৪ দাগে ১একর ৬১ শতক জমি মহাম্মদপুর গ্রামের সাবেক এম পি (বর্তমান সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানুর বাবু ) মরহুম নুরুল হকের কাছ থেকে ১৯৮৮ সালে ক্রয় করেন নুরুল ইসলাম গং। গেল এক বছর ধরে পেশিশক্তির বলে বিভিন্ন ভাবে জমি দখল অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন শরিফুল। এছাড়াও সময় টেলিভিশনের বিপণন বিভাগের নির্বাহী (ভাস) কামরুল ইসলামের নিজ নামীয় সাড়ে চার শতক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে শরিফুল ইসলাম। একই মৌজার ৪৪৬৮/৫৭৪২ দাগের সাড়ে চার শতক জমির খারিজ পুর্বক নিয়মিত খাজনা পরিশোধ করছেন কামরুল ইসলাম। ভুক্তভোগীদের মধ্যে কামরুল ইসলাম জানান, জমি দখল ঠেকাতে গেলেই শরিফুল ও তার লোকজনের হুমকি ও হামলার শিকার হতে হয়। স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস হলেও তা অমান্য করেন শরিফুল। শুধুমাত্র পেশিশক্তির বলে সে জমি দখল করে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের এক বিএনপি নেতাসহ গ্রামবাসীরা জানান, জমি জাল করে দখল করাতে ওস্তাদ শরিফুল ইসলাম। সারাদিন জমি জমা কাগজ নিয়ে পড়ে থাকে সে। কার জমি জাল করা যায়, কার জমি দখল করা যায় সারাদিন তার এটাই কাজ। গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওই গ্রামের বাসিন্দা শহিদুজ্জমান খোকন  বলেন, শরিফুলের বিরুদ্ধে গ্রামে জমি দখলের অভিযোগ নতুন না । কারো জমি সুযোগ পেলে ছাড়ে না। তার আপন ভাই, শ্বশুড় সহ এলাকার বিভিন্ন জনের জমি জাল করে দখল করার ঘটনা রয়েছে তার বিরুদ্ধে। অনেকবার এনিয়ে গ্রাম্যভাবে মিমাংসার চেষ্টা করা হয়েছে। তাও সে মানে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হযে পড়েছে। তবে অভিযুক্ত শরিফুল ইসলাম সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শরিফুলের বিরুদ্ধে থানায় তিনটি পৃথক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ পাওয়ার পর একজন উপপরিদর্শককে (এসআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইয়াদুল মোমিন ০১৭১২-৮৮৫৮৫৫