বর্তমান পরিপ্রেক্ষিত

জমি বিক্রয়ের পর দখলচেষ্টার অভিযোগ; ভুক্তভোগী সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

June 12, 2023

মেহেরপুর নিউজ:

জমি বিক্রয়ের তিন যুগেরও বেশি সময় পর জমি নিজেদের দাবি করে জমি ক্রয় কারীদের জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ সাংবাদিক সম্মেলন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের ১৮ জন গ্রামবাসী এ সাংবাদিক সম্মেলন করে ।

সোমবার বিকালে কালী গাংনী গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রেজাউল হকের ছেলে শাহিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, কালী গাংনী গ্রামের নজুর ছেলে সাইফুল ইসলাম, আবুল মন্ডলের ছেলে আজাদ, সদর আলী ছেলের রফিকুল ইসলাম, আহসান আলীর ছেলে চাঁদ আলী, দিদার মন্ডলের ছেলে আব্দুল কাদের, হিসাব আলীর মেয়ে সফুরা খাতুন,কচিমুদ্দিন ছেলে ইসাহাক আলী, জুব্বার আলীর ছেলে করিম ও লুৎফর, বিপিন মন্ডলের ছেলে জৌলুস মন্ডল, করিম বক্সের ছেলে মোফাজ্জল, দিদার মন্ডলের ছেলে আব্দুল কাদের, অভিলাশের ছেলে আহাদ আলী, লুৎফর রহমানের মেয়ে হামিদা খাতুন, সাকের আলীর ছেলে হামিদুল, আরজুল্লাহ ছেলে হায়দার, চাঁদ আলীর ছেলে কাশেম আলী আব্দুল্লাহ কাসেম, ছাপ্তান আলীর ছেলে আবুল কাশেম, রেজাউল এর ছেলের শাহিন, সুলতান শেখের ছেলে সাবুর আলী, আক্কেল শেখের ছেলে মনিরুল, রেজাউলকে ছেলে শাহিন, ইমান আলীর ইদ্রিস আলী, রবকুল মন্ডলের ছেলে ইয়াসিন,মেয়ে রাবেয়া খাতুন, হরমত আলীর ছেলে নজরুল ইসলাম। ১৯৭৬ সাল থেকে ১৯৯৬ সালের বিভিন্ন সময় একই এলাকার আবুল বাশারের নিকট থেকে প্রায় ৮ একর জমি ক্রয় করে। ওই সময় থেকে তারা তাদের ক্রয় কৃত জমি ভোগ দখল করে আসছেন।

এদিকে আবুল বাশার মৃত্যুবরণ করার তার পুত্র মেহেরপুর শহরের বোসপাড়ার বাসিন্দা জার্জিস, জুরাইস এবং তার মামা সদর আলী ছেলের শফিকুল ভুয়া দলিল তৈরি করে ২০১০ মেহেরপুর দেওয়ানী আদালতে একটি মামলা আদায় করেন। যেটি বিচারাধীন রয়েছে। আবুল বাশারের বিক্রয়কৃত ওই সকল জমি তার দুই পুত্র পুনরায় দখলে নেওয়ার লক্ষ্যে দখলে থাকা ওই সমস্ত জমির মালিকদের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জমি ক্রয়কারী সকল ব্যক্তিরা তাদের দলিল নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।