মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোদের জের ধরে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে মিনাজ উদ্দিন ও তার ছেলে বায়েজিদ নামের দুই ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালের দিকে আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আশরাফপুর গ্রামের পাঞ্জাব মোল্লার ছেলে মিনাজ উদ্দিনের সাথে আসাদুল মোল্লা ছেলে শফিকুর রহমানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ওই বিরোধের ধরে সকালের দিকে সবিবুর রহমান,ইন্তা, বানাত, মহিবুর সহ তার লোকজন মিনাজের বাড়িতে হামলা চালাই। হামলায় মিনাজ আহত হন। এসময় তার ছেলে বায়েজিদ বাধা দিতে আসলে তাকেও মারধর করা হয়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।