বর্তমান পরিপ্রেক্ষিত

জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের দাপট, মুজিবনগরে শীর্ষ স্থান দখল

By Meherpur News

July 12, 2025

মেহেরপুর নিউজ:

এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মধ্যে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় সেরা ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এবার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে পিছনে ফেলে উপজেলার প্রথম স্থান অধিকার করেছে।

জানা গেছে, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৬ জন উত্তীর্ণ হয়েছে এবং ৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৭৯%।

অন্যদিকে, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৮৩.৯০%। এ ছাড়া উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোর ফলাফল-বিদ্যালয়ভিত্তিক ফলাফল (পাশের হার), শিবপুর মাধ্যমিক বিদ্যালয়: ৭২.৩০%,  আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়: ৭০.৪৫%, আনন্দবাস মিয়া মনসুর একাডেমি: ৬৯.২৩%, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৬৫.৫১%, আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৬৩.৬৩%, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়: ৬১.৫৩%, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়: ৬০%, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৫৪.৪৪%, জেটিসি মাধ্যমিক বিদ্যালয়: ৫০%, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৩.৮৩%, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪২.০৪%, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়: ৪০.৪২%, ।