অন্যান্য

জাগো মেহেরপুর’র বর্ষপূর্তি পালন

By মেহেরপুর নিউজ

October 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ অক্টোবর: কেক কেটে ১ম বর্ষপূর্তি পালন করলো জাগো মেহেরপুর।

শনিবার রাতে মেহেরপুর বাসস্ট্যান্ডের জিএম টাওয়ারে বর্ষপূর্তির কেক কাটা হয়। জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সংগঠনের সদস্য শাহিন হোসেন, আল মামুন, মুজাহিদ মুন্না, রুমি, আলিম, সুইট, স্বাধীন সম্রাট, সোহাগ, পলাশ , মারুফ, মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।