জাতীয় ও আন্তর্জাতিক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 18, 2016

ডেস্ক রিপোর্ট, ১৮ আগস্টঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় সোসাইটির প্রশিক্ষণ কক্ষে শোক দিবসের আলোচনা সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য শেখ রইসুল আলম ময়না, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মনিরুজ্জামান ভূইয়া, সোসাইটির উপমাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ । স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব  বিএমএম মোজহারুল হক, এনডিসি। সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্যে রাখেন, ডিআরএম বিভাগের পরিচালক  ইকরাম ইলাহী চৌধুরী ও সহকারী পরিচালক জনাব নূরুল আমিন । অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ নুর ইসলাম অসি।

প্রধান অতিথি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক তার বক্তব্যের শুরুতে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দসহ সরকারী বেসরকারী যে সমস্ত ব্যক্তিবর্গ ১৫ আগষ্ট নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালীর মুক্তির আন্দোলনের জন্য ক্ষমতা ত্যাগ করে বাঙ্গালী জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানের সভাপতি সোসাইটির  চেয়ারম্যান  হাফিজ আহমদ মজুমদার অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং ধন্যবাদ জানান সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য বৃন্দসহ সকল কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকবৃন্দ যারা শোক দিবসের সফল আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা দিয়েছেন। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সদর দফতর, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালসহ সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। আলোচনা সভার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট এ নিহত তাঁর পরিবারের সকল সদস্যের এর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।