জাতীয় ও আন্তর্জাতিক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

August 15, 2015

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়।

দিনটি উপলক্ষে আজ ১৫ আগস্ট শনিবার সকাল পৌনে ৭টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় সদর দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান জাতীয় পতাকা,ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রাজিয়া সুলতানা লুনা রেড ক্রিসেন্ট পতাকা ও সোসাইটির মহাসচিব বিএমএম মোজাহারুল হক,এনডিসি কালো পতাকা উত্তোলন করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্যদ সদস্য রেহানা আশিকুর রহমান,উপ-মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ,সোসাইটির পরিচালকবৃন্দসহ সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে কালোব্যাজ ধারণ করা হয়।

একই দিন সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিবের নেতৃত্বে সোসাইটির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী ধানমন্ডি ৩২ ন¤^রস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। এছাড়াও আগামী ১৬ আগস্ট রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় পবিত্র কোরআন খতম,১১টায় আলোচনা সভা ও দুপুর ১ টায় দোয়া মহাফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রফেসর ইমেরিটাস ড. এ. কে. আজাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মীজানুর রহমান,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত,এমপি,ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমানসহ ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার (প্রাক্তন এমপি)।