শিক্ষা ও সংস্কৃতি

জাতীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের ভিত শক্ত করতে হবে — এমপি সেলিনা আখতার বানু

By মেহেরপুর নিউজ

May 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু বলেছেন, জাতীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের ভিত শক্ত করতে হবে। তিনি বলেন, আমরা মেহেরপুর বাসী শিক্ষার ক্ষেত্রে আর পিছিয়ে থাকতে রাজি নয়। সংসদ সদস্য মঙ্গলবার বিকালে মেহেরপুর গাংনী উপজেলার কুতবপুর স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা ও ডা. আব্দুল ওহাব বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম,সাবেক সভাপতি হিসাব উদ্দিন, সাবেক ছাত্র নেতা অ্যাড. আব্দুস সালাম, অব: প্রধান শিক্ষক ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন অধ্যক্ষ সুন্নত আলী, ফজলুর রহমান,সানোয়ার হোসেন, পলাশ,রফিকুল ইসলাম প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ডা. আব্দুল ওহাব বৃত্তি প্রদান করা হয়। এর আগে সংসদ সদস্য সেখানে এসে পৌছালে তাকে ফুল ছিটিয়ে বরন করে নেয়া হয়।