ক্রিকেট

জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের মেহেরপুর জেলা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

April 05, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে নড়াইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ২য় খেলাতেও জয়লাভ করেছে মেহেরপুর জেলা একাদশ।

মঙ্গলবার অনুষ্ঠিত মেহেরপুর জেলা একাদশের ২য় খেলায় চাঁদপুর জেলা একাদশকে ৪ উইকেটে পরাজিত করে। সকালে টসে জিতে মেহেরপুরের অধিনায়ক সাইফুল ইসলাম প্রতিপক্ষ চাঁদপুর একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর জেলা একাদশ মেহেরপুরের ইমনের বিধ্বংসী বোলিং মুখে ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। চাঁদপুরের পক্ষে রাব্বি ৫১ রান করেন। মেহেরপুরের পক্ষে ইমন ৪ টি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশের অধিনায়ক সাইফুলও প্লাবনের অর্ধশতকের সুবাদে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে সাইফুল ৬৪ এবং প্লাবন ৫৫ রান করেন। আগামী ৮ এপ্রিল মেহেরপুর জেলা একাদশ তাদের শেষ খেলায় গাজীপুর একাদশের সাথে মোকাবেলা করবে।