মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলতনয়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে মা সমাবেশে গর্ভবতী ও প্রসূতি মাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি আয়রন-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানোসহ জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে বিস্তর আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ইপিআই সুপার খন্দকার আবু সামাইন প্রমূখ।