খেলাধুলা

জাতীয় যুব দিবস উপলক্ষে মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 01, 2021

মেহেরপুর নিউজ:

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মহিলাদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণরত মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।