বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন মেহেরপুরে

By Meherpur News

August 02, 2025

মেহেরপুর নিউজঃ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, নিঃস্বার্থ বদলি, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ, ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদের সরকারি চাকরিতে স্বীকৃতি ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় শিক্ষক ফোরাম মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক ফোরামের সভাপতি আক্কাস আলী। এ সময় ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “শিক্ষা খাতকে বাঁচাতে হলে বাস্তবভিত্তিক সংস্কার ও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া জরুরি।”