বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষক নাদিমুল হক,মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানজিমা তাসনিম মোহনা,মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র জিহাদ হোসেন। পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।