শিক্ষা ও সংস্কৃতি

জাতীয়করণ নই, সরকারী-বেসরকারী শিক্ষকদের বেতন বৈষম্য ধীরে ধীরে দূর করবে সরকার— প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন

By মেহেরপুর নিউজ

May 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মে: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন (এমপি) বলেছেন- প্রাথমিক শিক্ষার মন উন্নয়ন ও ঝরে পড়া শিশুদের স্কুল গমনোপযোগী করতে সামাজিক অংশীদারিত্বের প্রয়োজন। এক্ষেত্রে সরকারের অর্থ সাহার্য্যরে পাশাপাশি সমাজের বিত্তশালী ও স্বচ্ছল ব্যাক্তিদেরকে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসতে হবে। শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া শিশুদের স্কুল মুখী

করতে সমাজের করনীয় শীর্ষক এক মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। তিনি বে-সরকারী প্রাথমিক শিক্ষকদের প্রশ্নোত্তরে বলেন- এই মূহুর্তে কোন বেসরকারী স্কুল জাতীয়করণের চিন্তা সরকারর নেই। তবে, সরকারী ও বে-সরকারী স্কুলের শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য সরকার ধীরে ধীরে দূর করার উদ্দোগ গ্রহণ করেছে। আগামী বাজেটে এই সংক্রান্ত বরাদ্দ প্রস্তাব পেশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু’র সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর একান্ত সচিব রূপম কান্তি শীল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অপারেশন ও পুলিশী বিভাগের পরিচালক ফজল করিম, মেহেরপুর পুলিশ সুপার আবদুল­াহেল বাকি, সিভিল সার্জন আব্দুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তেছের আলী, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী সহ সরকারী বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এই কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী স্কুলের প্রধান শিক্ষকগন, স্কুল পরিচালনা কমিটির প্রধানগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংকর্মীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন। মন্ত্রী বলেন- প্রাথমিক স্কুলের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। এক্ষেত্রে স্কুলে উঠান বৈঠক, মা সমাবেশ সহ শিক্ষকদের গৃহ পরিদর্শনের কাজ আরও বাড়াতে হবে। যে সমস্ত স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেই সমস্ত স্কুলের শিক্ষক সংকট নিরসনে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। তিনি বিশ্বের অন্যান্য দেশে শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তবানদের অংশীদারিত্বের উদাহরণ টেনে বলেন- বাংলাদেশের মত এত বড় মাথাভারী শিক্ষা মন্ত্রণালয় বিশ্বের আর কোথাও নেই। বিদেশে শিক্ষা ক্ষেত্রে অনেক সমস্যা সামাজিকভাবে নিরসন করা হয়। মন্ত্রী অনুষ্ঠানের উপস্থিতির হার দেখে বিস্ময় প্রকাশ করে বলেন- অনুষ্টানে জেলার প্রায় প্রতিটি সরকারী বেসরকারী স্কুলের শিক্ষকদের থাকার কথা, কিন্তু নেই কেন ? তখন উপস্থিত শিক্ষকরা মন্ত্রীকে জানান- জেলা শিক্ষা অফিস প্রতি ইউনিয়ন থেকে একজন করে সরকারী ও বেসরকারী স্কুলের শিক্ষকদের অনুষ্ঠানে উপস্থিত হবার নির্দেশ দিয়েছে। তাই সমস্ত শিক্ষকরা এখানে আসতে পারেননি। তখন মন্ত্রী হতবাক হয়ে বলেন- কিভাবে এবং কার নির্দেশে কর্মশালায় উপস্থিতির সংখ্যা কমানো হল এটা দেখব। তিনি এই বিষয়টি পরে খোঁজ নিয়ে ব্যাবস্থা নেবেন বলে জানান। এসময় উপস্থিত সকলেই জেলা শিক্ষা অফিসারের সততা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্টানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পক্ষে প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা, যুগান্তর পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল আযম, ইত্তেফাক প্রতিনিধি আবু লায়েছ লাবলু, কালের কণ্ঠ প্রতিনিধি তানিয়া লাবন্য ও মাই টিভির প্রতিনিধি আবু আক্তার উপস্থিত ছিলেন।