মেহেরপুর নিউজ:
ঢাকা মাঠের মোরসালিন, আশরাফুল ইসলাম ভেঁটা এবং সেনেগালের খেলোয়াড় ডুডু’র দেওয়া গোলে শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে নাবিলা এন্টারপ্রাইজ।
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাঠে অনুষ্ঠিত গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় নাবিল এন্টারপ্রাইজ ৩-১ গোলে রফিকপুর একাদশকে পরাজিত করে।খেলায় প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় সেনেগালের খেলোয়াড় ডুডু’র দেওয়া গোলে নাবিলা এন্টারপ্রাইজ এগিয়ে যাই। এর ৪ মিনিট পর ঢাকা বসুন্ধরার খেলোয়াড় মুরছালিন গোল করে গোলে ব্যবধান দ্বিগুণ এ পরিণত করেন।
প্রথমার্ধের ৩৪ মাথায় রফিকপুরের হয়ে গোল করেন নাইজেরিয়ান খেলোয়ার আব্বাস। প্রথমার্ধে নাবিলা এন্টারপ্রাইজ ২-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের নাবিলার পক্ষে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন ডুডু। খেলা শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতে নাবিলার পক্ষে তৃতীয় গোলটি করেন ঢাকার খেলোয়াড় আশরাফুল ইসলাম ভেঁটা। শেষ পর্যন্ত ওই ৩-১ গোলে জয়লাভ করে চতুর্থ দল হিসাবে সেমিফাইনাল এর নাম লেখান নাবিলা এন্টারপ্রাইজ। আগামী শনিবার দ্বিতীয় সেমিফাইনালে নাবিলা এন্টারপ্রাইজ রাজনগর পাবলিক ক্লাবের সাথে মোকাবেলা করবে।
এর আগের দিন শুক্রবারে প্রথম সেমিফাইনালে খেলবে ফতেপুর একাদশ এবং ঝাওবাড়িয়া নওদাপাড়া একাদশ। খেলায় বিজয় দলের আশরাফুল ইসলাম ভেঁটা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টস এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন লালটু। তাকে সহযোগিতা করেন সুমন এবং জাহাঙ্গীর হোসেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসময় গোভিপুর ভৈরব ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক পলাশ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রশিদ, বজলুর রহমান, কোয়েল, জাকির প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এর আগে মেহেরপুর সদর থানার ওসি মেজবাউর রহমান, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম সহ হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।