বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় পতাকার অবমাননা…

By মেহেরপুর নিউজ

December 16, 2016

মেহেরপুর নিউজ,১৬ ডিসেম্বর: মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে আমঝুপি শাখা কার্যালয়ের ছাদে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলণ করেন বেসরকারী এনজিও সংস্থা আশা কর্তৃপক্ষ। কিন্তু দেখা যায় যে বাঁশটি পতাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হয়েছে সেটির গিঁড়া কাটা নাই। গিঁড়া না কেটেই পতাকা উত্তোলন করা হয়েছে। এটিকে পতাকা অবমাননার শামিল হিসেবে গণ্য করা যায়। স্থানীয়রা জানান, গিঁড়া ওয়ালা বাঁশ দিয়ে পতাকা উত্তোলনের চিত্র দেখে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরে ক্ষুব্ধ হয়ে ওই কার্যালয়ে গিয়ে কাউকে না পেয়ে পতাকাটি নামিয়ে ফেলেন। সেটিও পতাকা অবমাননার শামিলে পরিণত হয়েছে কিনা এ নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান জানান, পতাকা উত্তোলন করতে হলে অবশ্যই দন্ডটি দেখতে মসৃন এবং সুন্দর হতে হবে। তারপরও দেশের প্রতি ভালবাসার টানে তারা পতাকা উত্তোলন করেছে। তবে স্থানীয় নেতৃবৃন্দদের পতাকাটি সুর্যাস্তের আগে নামিয়ে ফেলা উচিত হয়নি। তারা ইচ্ছা করলে সুন্দর দন্ডতে পতাকাটি পুনরায় উত্তোলন করতে পারতেন।