বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় বিদ্যুত সপ্তা উপলক্ষে মেহেরপুরে র‌্যালি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর:

জাতীয়  বিদ্যুত সপ্তা উপলক্ষে বুধবার মেহেরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টি বিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। আবাসিক প্রকৌশলী আহসান হাবিরের নেতৃত্বে র‌্যালিটি শহরের ওয়াপদা মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে ওজোপাডিকো শ্রমিক লিগের সভাপতি দাউদুর রহমান, আব্দুস সামাদ, আবু জাফর, নূরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, জয়দেব কুমার প্রমুখ র‌্যালিতে উপস্থিত ছিলেন।