বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

June 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ও মহাজনপুরে মেয়াদ বিহীন অনেক দিনের দই, মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করে বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ ব্যবসায়ী জরিমানা । বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে মেসার্স ইমরান ফুডস নামক প্রতিষ্ঠানে তদারকিতে মেয়াদ বিহীন অনেক দিনের দই মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করে বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিন মেসার্স আল মদিনা স্টোরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলামসহ মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের সদস্যদের সহযোগিতা করেন।