বিশেষ প্রতিবেদন

জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হলো মানববন্ধন কর্মসূচী

By মেহেরপুর নিউজ

March 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ: ‍আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি”কয়েক হাজার মেহেরপুরবাসীর এক সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো মেহেরপুরে স্থল বন্দর চাই” এই দাবীতে অনুষ্ঠিত দেড় কিলোমিটার বিস্তৃত মানববন্ধনটি। বিকেল ৪ টা ৫০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া শুরু হয়ে শেষ হয় ৫ টা ৫৩ মিনিটে। ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচী শুরু হওয়ার ঠিক আগ মূহূর্তে থমকে যায় গোটা মেহেরপুর শহর। ঠিক বিকাল ৪ টায় বন্ধ হয়ে যায় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা নেমে এসে যোগ দেয় মানববন্ধনে।

মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র এম এ এস ইমনের নেতৃত্বে মানববন্ধনে জেলা পরিষদের পক্ষে প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌরসভার পক্ষে আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর নিউজ পরিবারের পক্ষে চেয়ারম্যান পলাশ খন্দকার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে মানব বন্ধনে অংশ নেন। এছাড়াও, বড়বাজার ব্যাবসায়ী সমিতি, ফ্রেন্ডস ফাউন্ডেশন,হরিজন সম্প্রদায়, মৃত্তিকা গ্রুপ থিয়েটার, জেলা আইনজীবি সমিতি, জেলা জুয়েলারী সমিতি, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী, মহাজনপুর ইউনিয়ন পরিষদ, মটরসাইকেল ব্যাবসায়ী সমিতি, জয় সামাজিক সংগঠন, জাগো মেহেরপুর, জাগ্রত তরুন সম্প্রদায়, দুরন্ত হোটেল বাজার, সরকারী মহিলা কলেজ, হোটেল বাজার ব্যাবসায়ী সমিতি, জেলা পরিবেশক সমিতি,জেলা শিক্ষক সমিতি,প্রথম আলো বন্ধু সভা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদ, গোভিপুর ক্লাব,এমসিএল, গোপালপুর জাগ্রত ক্লাব,এমএমইইচ আর বন্ধু ক্লাব ,লর্ড মার্কেট ব্যাবসায়ী সমিতি মানববন্ধনে অংশ নেয়।