আইন-আদালত

জামাইয়ের দায়ের করা মামলায় শশুরের জেল। ৩ কোটি টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

August 30, 2022

মেহেরপুর নিউজ :

জামাইয়ের দায়ের করার চেক ডিজঅনার মামলায় আপন শ্বশুর আনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি কে ১ বছরের জেল কারাদণ্ড। এবং ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এইস এম কবীর হোসেন মঙ্গলবার দুপুরের দিকে এ রায় দেন।সাজাপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের নুরুল হক বিশ্বাসের ছেলে। মামলার বাদী গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

সাজাপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম বাদী কাথুলী ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান রানার আপন শশুর আনোয়ারুল ইসলাম।মামলার বিবরণে জানা গেছে বাদী মিজানুর রহমান রানার সাথে তার শ্বশুর আনোয়ারুল ইসলামের ব্যবসায়িক লেনদেন চলছিল। ব্যবসায়িক লেনদেন চলার সময় ২০২০ সালের ৮ জুন আনোয়ারুল ইসলাম মিজানুর রহমান রানাকে জনতা ব্যাংকে ১কোটি ৫০ হাজার টাকার চেক দেন। পরে ওই চেকটি ডিজঅনার হলে মিজান রহমান রানা মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম (ভার্চুয়াল) আদালতে ১৮৮১ এর ১৩৮(১)(খ) ধারাই একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং১৭০/২০২০।

মামলায় মোট তিনজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামিয়া আনোয়ারুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ কোটি টাকা জরিমানা ধার্য করেন। রায় ঘোষণার সময় আসামি আনোয়ারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।