রাজনীতি

জামায়াত শিবিরের নারীরা ধর্মের দোহায় দিয়ে সহজ সরল নারীদের বিপথে নেওয়ার চেষ্টা করছে — — এমপি সেলিনা আক্তার বানু

By মেহেরপুর নিউজ

April 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল:

জামায়াত শিবিরের মহিলারা নারীদের ধর্মের দোহায় বিপথে নেওয়ার চেষ্টা করছে। জামায়াতের নারীদের সেসব অপতৎপরতা র“খতে নারীদের সংগঠিত করে তাদের সে অপতৎপরতা র“খতে হবে। সমাজের সকল স্তরের নারীদের এগিয়ে নিতে সকলকে চেষ্টা করতে হবে। ১৭ এপিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত গাংনী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় জাতীয় সংসদের নারী সদস্য সেলিনা আক্তার বানু  এসব কথা বলেন। গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সেলিনা আক্তার বানু এমপি আরো বলেন, গাংনী উপজেলাসহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সনাক্ত করে পর্যায়ক্রমে তার সমাধান করা হবে। তিনি আরো বলেন, মহিলা এমপি’র নামে বরাদ্দকৃত সকল অর্থ নিয়ম তান্ত্রিকভাবে এলাকার উন্নয়নে কাজ করা হবে। তিনি গাংনীর সন্ত্রাস, দূর্নীতি ও সিন্ডিকেট ভাঙতে সকল শ্রেণীর নেতা কর্মীদের সহযোগীতা কামনা করেন। গাংনীতে বিভিন্ন সিন্ডিকেট ভাঙতে ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের লোকজনকে সৎ সাহষ নিয়ে এগিয়ে আসার আহবান জানান এমপি সেলিনা আক্তার বানু। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুবক্তগীন মাহমুদ পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা আওয়ামীলীগের য্গ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি ফজলুল হক ফজল, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা হাজী মুহাম্মদ মহসিন, শহিদুল ইসলাম বিশ্বাস,মনির“জ্জামান আতু, জাতীয় পার্টি (জেপি) আব্দুল হালিম প্রমুখ। এছাড়া  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সালাম, গানী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসন রাজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ­ব হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম, লাল্টু হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ স্থানীয় ইউনিয়ন ও গ্রাম আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এমপি সেলিনা আক্তার বানু প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ১৭ এপিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অ্গং সংগঠনের নেতাকর্মীদের ¯^তস্ফ’র্ত অংশ নিতে হবে। গাংনীর অবহেলীত নির্যাতিত মানুষের কল্যানে কাজ করতে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি নির্বাচিত করেছেন। আমি দলীয় নেতাকর্মীদের সাথে এ এলাকার অবহেলিত বঞ্চিত ও লাঞ্ছিত মানুষের কল্যাণে কাজ করতে চাই। তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে দলকে চাঙ্গা করার প্রত্যয় ব্যক্ত করেন এমপি সেলিনা আক্তার বানু। এর আগে দলের পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এমপি সেলিনা আক্তার বানুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।