বর্তমান পরিপ্রেক্ষিত

জিনিয়াস স্কুলে ২৭ জন বৃত্তি লাভ

By মেহেরপুর নিউজ

March 25, 2019

মেহেরপুর নিউজ, ২৫ মার্চ : ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় বৃত্তিতে ও মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সেরা সাফল্য পেয়েছে। জিনিয়াস থেকে ২০১৮ সালে মোট ৯৩ জন পরীক্ষায় অংশ গ্রহন করে ৭৪ জন এ প্লাস সহ সকলেই পাশ করে। এর মধ্যে ২৭ জন বৃত্তি লাভ করে। এর মধ্যে ২৩ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেড্রে পাশ করে।

ট্যালেন্টপুলে যার বৃত্তি পেয়েছে। তারা হলো ইকবাল আহমেদ (মাসুদ), মোঃ আদিয়াত নুর, তাসলিম জারিফ অর্ঘ্য, ইসরাত রহমান, মোঃ সামিন রাইয়ান, আবিদ আনজুম, ইসতিয়াক আহমেদ, সাহাদত হোসেন সায়েম, মোঃ শিহাব আহমেদ, মোঃ আজমাইন ইকতিয়ার লাবিব, এ এইচ এম ফাইম মুন্তাসির (নাবিল), সাদাত আল সাবাহ, হুসাইন আলমাস রাকিব, মোঃ ইশফাক আল মুনির, ফরহাদ হোসেন কাইফ, নায়িমা সাকীফা, ফারিহা তাবাসসুম অর্পি, সনম সোহা, হুমাইরা তাবাসুম সোমা, লাবিক তাছমীম, রাইসা রওনাক, জারিন তাসনীম সুবহা, ওয়াসিমুজ তানিবাহ। সাধারন গ্রেডে মুশফিক আল নূর মুইন, মোছাঃ উম্মে হাবিবা আক্তার তিশা, ইলমা নাছরিন ও উম্মে হেদায়েতুল নেছা স্নেহা।