মেহেরপুর নিউজ, ২৫ ফেব্রুয়ারী :
মেহেরপুর মুজিব নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করে জিয়া উদ্দীন বিশ্বাস মেহেরপুর পৌছালে তাকে বরন করে নেওয়া হয়েছে।
সোমবার বিকালের দিকে জিয়া উদ্দীন বিশ্বাস মেহেরপুর শহরের কোর্ট এলাকায় পৌছালে দলীয় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন। পরে বিশাল এক মটর সাইকেল শোভা যাত্রা সহকারে তাকে মুজিবনগর নেওয়া হয়। জিয়া উদ্দীন বিশ্বাস একটি খোলা জিপে করে তিনি মুজিবনগর আসলে রাস্তার দুপাশে জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানায়।
তিনিও হাত নেড়ে জনতার অভিনন্দনের জবাব দেন। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন , মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শোভা যাত্রায় উপস্থিত ছিলেন।