বর্তমান পরিপ্রেক্ষিত

জুয়া বন্ধে কাজ শুরু করেছি, দৃশ্যমান ফল না রেখে যাবো না: এসপি মনজুর আহমেদ সিদ্দিকী

By Meherpur News

September 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেছেন, “জুয়া বন্ধে ইতোমধ্যে কাজ শুরু করেছি। দৃশ্যমান ফল রেখে যেতে চাই, খালি কথা নয়।”

বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।