বর্তমান পরিপ্রেক্ষিত

জুলাই অনুভুত্থানের শহীদ ও আহতদের গেজেট তালিকা যাচাইয়ে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত

By Meherpur News

July 01, 2025

মেহেরপুর নিউজঃ

জুলাই অনুভুত্থানে শহীদ ও আহতদের গেজেটভুক্ত তালিকা পুনরায় যাচাইয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তারিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহারিয়া সাইলা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম, গাংনী ইউএনও মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল হক এবং পুলিশ পরিদর্শক মুহাদ্দেস মোরশেদ চৌধুরী।

সভায় শহীদ ও আহতদের যাচাই-বাছাইয়ে সঠিক তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।