বর্তমান পরিপ্রেক্ষিত

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

By Meherpur News

August 05, 2025

মেহেরপুর নিউজ:

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মেহেরপুরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদদের।

মেহেরপুর কলেজ মোড়ে নির্মাণাধীন জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতি বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বপ্রথম মেহেরপুর জেলার পক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা পরিষদ-এর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে, বাংলাদেশ পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবু সাঈদ ,এলজিইডি’র পক্ষে নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল কবীর, আনসার ও ভিডিপি’র পক্ষে জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মেহেরপুর পৌরসভার পক্ষে প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম,সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তের পক্ষে উপ-পরিচালক নাসিমা খাতুন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষে সুপার ডা. সাহারিয়া শায়লা জাহান,যুব উন্নয়ন অধিদপ্তরে পক্ষে উপ-পরিচালক হামিদুর রহমান, মৎস অধিদপ্তরের পক্ষে জেলা মৎস্য কর্মকর্তা সাধন সরকার,জেলা শিক্ষা অফিসের পক্ষে জেলা শিক্ষা অফিসার হযরত আলী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক শামসুল আলম, উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের সুরুজ্জামান, টিটিসি’র পক্ষে অধ্যক্ষ ড.মোঃ শামীম হোসেন, মেহেরপুর, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা’র পক্ষে সদস্য সচিব আরিফ আহমেদ,সরকারি মহিলা কলেজের পক্ষে উপাধাক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসের পক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা ক্রীড়া অফিসের পক্ষে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির পক্ষের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে উপ পরিচালক সিরাজুম মূনীর, পিটিআই’র পক্ষে সুপার সামসুজ্জামান মিয়া, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সমবায় অধিদপ্তর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ,মেহেরপুর পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।