মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন। পরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, ইউপি সচিব সানোয়ার হোসেন, সদস্য আলমগীর হোসেন লালটু মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।