অন্যান্য

জুয়া খেলার অপরাধে ৩ যুবকের ১০ দিনের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

November 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: জুয়া খেলার অপরাধে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের মারফত, সেলিম ও ইসারউদ্দিন নামের তিন যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছে মেহেরপুরের একটি ভ্রাম্যামান আদালত। শনিবার দুপুরের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট জুবায়ের হোসেন চৌধুরী ঐ রায় দেন।

জানাগেছে শুক্রবার রাতে সদর উপজেলার বৈকুন্ঠপুর পুলিশ ক্যাম্পে এস আই রজব আলীর নেতিত্বে গোপন সুত্রে খবর পেয়ে জুয়া খেলার সময় উত্তর শালিকা গ্রামের ভিকু মন্ডলের ছেলে মারফত, দবিরের ছেলে সেলিম এবং শামসদ্দিনের ছেলে ইসারউদ্দিকে আটক করে। পরে ভ্রাম্যামান আদালত বসিয়ে তাদের ঐ রায় দেওয়া হয।