জাতীয় ও আন্তর্জাতিক

জেএসসি ও জেডিসি পরীক্ষায় টেস্ট পরীক্ষার বিধান নেই –পরীক্ষা নিয়ন্ত্রক

By মেহেরপুর নিউজ

October 25, 2019

মেহেরপুর নিউজ:

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় আবেদনকারী সবাইকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে হবে।

এ পরীক্ষার জন্য কোনো ধরনের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার বিধান নেই। এ ধরনের পরীক্ষায় কেউ পাস না করলে তাকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে বাধা দিলে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষার জন্য কোনো ধরনের নির্বাচনী পরীক্ষার বিধান নেই। এ ধরনের কোনো পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নিলে শিক্ষা বোর্ড তাতে বাধা বা নিষেধ করবে না।

তবে, এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে বাধা দিলে অভিযোগের ভিত্তিতে ওই স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে জেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচির প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সহসাই এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে। এবার জেএসসিতে ২১ লক্ষাধিক শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে বলে ধারণা করছে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি। প্রায় ৪ লাখ মাদরাসা শিক্ষার্থী জেডিসিতে অংশ নিতে পারে।