বর্তমান পরিপ্রেক্ষিত

জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের শতভাগ সাফল্য

By মেহেরপুর নিউজ

December 30, 2016

মেহেরপুর নিউজ, ৩০ ডিসেম্বর: মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ পিএসসি ও জেএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যহত রেখেছে।

এ বছর স্কুলটি পিএসসি পরীক্ষায় ৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৪০ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে।

একই সাথে জেএসসি পরীক্ষায় ৮২ জন অংশ গ্রহন করে ৩৫ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী পাশ করে তাদের শ্রেষ্টত্ব ধরে রেখেছে। এদিকে জেএসসি পরীক্ষায় জেলার সেরা স্কুল গুলোর মধ্যে গাংনীর সন্ধানি স্কুল এন্ড কলেজ থেকে ১শ ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জন জিপিএ-৫ সহ পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।

মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২শ ৪০ জনের মধ্যে ৬৯ জিপিএ-৫ সহ পাশ করছে ২শ ৩৯ জন। সরকারী বালক উচ্চ বিদ্যলয় ২শ ১৯ জন পরীক্ষা দিয়ে ৬৪ জন জিপিএ-৫ সহ পাশ করছে ২শ ১২ জন।

এদিকে মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের ধারবাহিতা সাফল্য প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে আন্দদের বন্য। এ ব্যাপারে মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিন বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্ঠার ফসল এ ফলাফল।