শিক্ষা ও সংস্কৃতি

জেএসসি পরীক্ষায় জেনিথ এডুকেশন সেন্টার সাফল্য ৪২ জিপিএ-৫ সহ শতভাগ পাশ

By মেহেরপুর নিউজ

January 02, 2016

মেহেরপুর নিউজ, ০২ জানুয়ারী: মেহেরপুর জেনিথ এডুকেশন সেন্টার থেকে এবছর জেএসসি পরীক্ষা ৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে মোট ৪২ জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে। এদের মধ্যে ১৪জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ লাভ করছে। এদিকে জেনিথ এডুকেশন সেন্টারের এই ফলাফল করায় জেনিথ এডুকেশন সেন্টার পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে জেনিথ এডুকেশন সেন্টার মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক তাসলিম উদ্দিন সোহেলে, মাসুদ রানা, শেখ সোহরাওয়ারদি, জুয়েল, হাসানুজ্জামান সুজন, রাহিনুল ইসলাম, মুস্তাকিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। জেনিথ এডুকেশন সেন্টার থেকে জিপিএ-৫ প্রাপ্তরা হলো ইশতিয়াক ফাহাদ, সৌমিক রায়, আব্দুল্লাহ আল মাসুদ ফাইম, শুভলতা সিদ্দিক, সুমনা আখতার রিমি, তাসনিম জাহাম, সানজিদা আফরিন দৃষ্টি, আখি আমজাদ ঐশি, রামিজ ওয়াসিক, ইশতিয়াক জামান প্রান্ত, ফয়সাল আরিফিন, মাহামুদুল ইসলাম সবুজ, পিয়াল মীর্জা, রেদোয়ানুর রহমান নাইচ, রেদোয়ানুর রহমান রউফ, সাননাম সাকির, সামিউল আরেফিন স্বাধীন, সামিউল হাসান ডিকো, সজিব আহমেদ, আবিদ আল আজাদ, মাহাফুজ অয়ন, মাহামুদুল হাসান আলিফ, আবু সুফিয়ান লিয়ন, আফিয়া হুমারা ছাবা, তাসমিন মিম মিতালী, কাঞ্চন মালা, খাতুনে জান্নাত রাহি, লামিজা রহমান ইন্তে, নিশাত তাবাসুম, নুসরাত জান্নাত জেরিন, উমাইয়া রহমান মিম, শাম্মি আখতার সুচনা, মেহতা তাবাসুম আদ্রিতা, আয়শা মেহেজাবিন ঐশি, আখি আখতার সুমি, তাসমিয়া তাবাসুম, প্রিয়াংকা ও শ্রাবনী। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।