বর্তমান পরিপ্রেক্ষিত

জেলাকে আরো উন্নত এবং সমৃদ্ধ করতে চাই–নবাগত জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

April 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, আমি মেহেরপুর জেলাবাসীর কাছে আবেদন রাখবো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই মেহেরপুর জেলা, এই জেলাকে আমরা উন্নত সমৃদ্ধ জনপথে পরিণত করব। এবং সরকারের যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সরকারের অগ্রাধিকার রয়েছে, সেই অগ্রাধিকার গুলো এখানে গুরুত্বের সঙ্গে বাস্তবায়িত করব।

নবাগত জেলা প্রশাসক বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা এই জেলাকে আরো উন্নত এবং সমৃদ্ধ করতে চাই। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা রয়েছে সেই চেতনাকে আরো সমৃদ্ধ করতে চাই।সবার সহযোগিতা চাই। নবাগত জেলা প্রশাসক মাহাম্মদ আজিজুল ইসলাম সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক হিসেবে মেহেরপুর যোগদান করার পর বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল অর্পণ শেষে মেহেরপুর নিউজকে এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, মুজিবনগরকে কেন্দ্র করে এবং মেহেরপুরকে কেন্দ্র করে আমাদের যে মুক্তিযোদ্ধের চেতনা সম্প্রসারিত হয়েছিল সেই চেতনাকেকে আমরা আরো শানিত করব, ধারণ করব। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সিদ্দিকা সেতু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী,আসাদুজ্জামান নূর, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।