বর্তমান পরিপ্রেক্ষিত

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

July 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষ কাছে তুলে ধরাসহ শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভুমিকা রাখায় তিনি এ সম্মানে ভূষিত হলেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তারুণ্যের অহংকার অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপজেলার খেলাধুলার মান উন্নয়নে যে ভুমিকা রেখে আসছেন, তাতে এ উপজেলার খেলাধুলার আমুল পরিবর্তন ঘটছে।