রাজনীতি

জেলা ছাত্রলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

November 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: মেহেরপুর জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীদের পক্ষে মিছিল ও গণসংযোগ অব্যাহত রয়েছে।

বুধবার বিকালে সাধারন সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল মামুন তুর্য বিশ্বাসের নেতৃত্বে মেহেরপুর শহর সহ মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শুভ , রিন্টু, হিরন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, সন্ধ্যায় সভাপতি প্রার্থী বারিকুল ইসলাম লিজনের সমর্থনে ছাত্রলীগ নেতা কর্মীরা একটি মিছিল বের করে। পাবলিক লাইব্রেরী থেকে শুরু করে মিছিলটি হোটেলবাজার হয়ে একই স্থানে শেষ হয়। ছাত্রলীগ নেতা রিংকু, জুলফিকার সহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।