বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

July 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে পূর্বে সতর্ক করা স্বত্তেও যথাযথভাবে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ বিহীন পন্য বিক্রি করার অপরাধে ২ ব্যবসায়ীর জরিমানা ।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া, আশরাফপুর ও চকশ্যামনগর এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে বামনপাড়ার মেসার্স সোহাগ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পুর্বে সতর্ক করা স্বত্তেও যথাযথভাবে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ ও মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে চকশ্যামনগর এলাকায় মেসার্স শান্ত কসমেটিকস নামক প্রতিষ্ঠানে তদারকিতে বাচ্চাদের খাবার, পানীয়, চকলেটসহ প্রচুর অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য ফ্রিজ ও র‍্যাক থেকে জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ও অন্যান্য পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।