বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

July 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযানে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ৪ ব্যবসায়ীর জরিমানা ।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরে গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে চৌগাছা বাজার এলাকার মেসার্স মোশাররফ স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এসময় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ২ হাজার টাকা। মেসার্স রবিউল স্টোরকে একই অপরাধ ও ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারপাড়া এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স লাভলু স্টোরে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩৮ ধারায় ১ হাজার টাকা এবং মেসার্স রেজা এন্টারপ্রাইজ নামক ডিলার প্রতিষ্ঠানে মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য অর্থাৎ মেয়াদ মুল্য বিহীন পণ্য ও আইসক্রিম বাজারে বিক্রয় করার অপরাধে ৩৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।