বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

February 27, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে খোলা,অস্বাস্থ্যকর পরিবেশে ,মেয়াদবিহীন, খাদ্য বিক্রি,সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ২ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোট এলাকায় এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে কোট এলাকায় বাহারুলের মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন।

এ সময় খোলা,অস্বাস্থ্যকর পরিবেশে ,মেয়াদবিহীন, খাদ্য বিক্রি,সংরক্ষণ ও পরিবেশনের কারণে দোকান মালিক বাহারুলের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর পরপরই পার্শ্ববর্তী অপর একটি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।