বিশেষ প্রতিবেদন

করমদিতে সরকারী অনুষ্ঠান করতে যেয়ে জামায়াত নেতার হাতে লাঞ্চিত হলেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা- কর্মচারীরা

By মেহেরপুর নিউজ

August 24, 2015

মেহেরপুর নিউজ,২৪ আগষ্ট: সরকারী অনুষ্ঠান করতে যেয়ে গাংনী উপজেলার করমদি গ্রামে হাজী আনছার আলী নামের স্থানীয় এক জামায়াত নেতার হাতে লাঞ্চিত হয়েছেন মেহেরপুর জেলা তথ্য অফিসের স্টাফরা।এ সময় তথ্য অফিসরে একটি মাইক্রোফোন হারিয়ে গেছে বলে জানা গেছে। জেলা তথ্য অফিসের অফিস সহকারী বিষ্টু পদ বিশ্বাস মেহেরপুর নিউজকে বলেন, শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ প্রকল্পের উপর গ্রাম পর্যায়ে প্রামানা চিত্র ও সঙ্গীত অনুষ্ঠান করা হয়ে থাকে। আজ সোমবার দুপুরে তারই অংশ হিসেবে জেলা তথ্য কর্মকর্তাসহ ৯ জনের একটি টিম প্রথমে করমদি গ্রামের মাঠপাড়া, বিকালে কুমারপাড়া অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার আগে মধ্যপাড়ার তক্কেলের জমিতে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে হাজী আনছার আলী নামের স্থানীয় এক জামায়াত নেতা এসে সেখানে বাধা দেয় । তাকে বোঝানোর চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করে আমাদের অপারেটর আনোয়ারসহ কয়েকজনকে টানা হেচড়া করে লাঞ্চিত করে। এ সময় সেখানে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়। পরে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসার সময় একটি মাইক্রোফোন হারিয়ে যায়। জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত জানান, ঘটনার পরপরই পুলিশ সুপার মহোদয়কে না পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছে। পরে আমরা বামন্দি পুলিশ ক্যাম্পে পুলিশের সহযোগীতা নিতে গলে লোকবল কম থাকায় পুলিশ আমাদের সাহায্য করতে পারেনি। তিনি আরো জানান, আগামীকাল আমরা অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত সাহায্য নেব। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান মেহেরপুর নিউজকে বলেন, ঘটনা শুনে তিনি তথ্য অফিসারকে স্থানীয় থানায় অভিযোগ করতে বলেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তবে, গাংনী থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিয্গে তিনি পাননি।