টপ নিউজ

জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের পিরোজপুর ফাইনালে

By মেহেরপুর নিউজ

April 01, 2021

মেহেরপুর নিউজ:

কমেন্ট্রি বক্সের ঠিক পাশে বসে কয়েকজন দর্শক জোরেশোরে আলোচনা চালিয়ে যাচ্ছেন রায়পুর জাগরণী ক্লাব খেলায় জিততে পারবেনা। সকল আলোচনা ও সমালচনা সত্য করে  দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের মাথায় পিরোজপুর জনতা ক্লাবের সুমন বল নিয়ে প্রতিপক্ষ দলের সীমানায় প্রবেশ করার সাথে সাথেই তাকে অবৈধ ভাবে ফাউল করা হয়। ফুটবলের পরিভাষায় যাকে বলে বিপদজনক এলাকা। সেই এলাকা থেকে ফ্রি কিক লাভ করার পর কিক নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় রুমনকে। ডি-বক্সের ঠিক মাঝামাঝি স্থানে রায়পুর জাগরণী ক্লাবের বড় ধরনের একটি মানবপ্রাচীর সৃষ্টি করা হয়েছে। যাতে করে বলটি গোলমুখে প্রবেশ করতে না পারে। রুমন কিক নিলেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা সতীর্থ দিপু হেড করেন, দিপুর হেড থেকে আরেকটু ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওহাব ঠান্ডা মাথায় বলটি পাঠিয়ে দেন জালে, সেই সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে তীব্র জোরে আওয়াজ, পিরোজপুর, পিরোজপুর বলে ধ্বনি দিয়ে ওঠে। যার অর্থ ওই এক গোলেই পিরোজপুর জনতা ক্লাব প্রতীক্ষিত ফাইনালের টিকিট লাভ করে।

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের প্রথম সেমিফাইনালে পিরোজপুর জনতা ক্লাব শেষ পর্যন্ত ওই এক গোলে শক্তিশালী রায়পুর জাগরণী কে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। খেলা শুরু হওয়ার পর থেকেই প্রথমার্ধে উভয় দলই কমপক্ষে দুটি করে গোলের সহজ সুযোগ সৃষ্টি করেছিল। তা থেকে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর থেকেই পিরোজপুর জনতা ক্লাব একের পর এক আক্রমণ চালায়, কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা মিললো না। খেলা শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে ওহাবের দেওয়া ঐ গোল দলকে প্রথমবারের মতো ফাইনালে টেনে তোলে ।