বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের মেহেরপুর জেলখানা পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুর জেলখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক জেলখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলখানায় আটক আসামিদের সাথে কথা বলেন। এ সময় তিনি আসামিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এর আগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান জেলখানায় এসে পৌঁছালে জেল পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুম্মান সেখানে উপস্থিত ছিলেন।