বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসক মাহমুদ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

July 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধন অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লিউজা-উল জাম্নাহ, কাদির মিয়া,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা যুব উন্নয়ন অধীদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, জেলা সমবায় কর্মকর্তা প্রয়ভাষ চন্দ্র বালা প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ক্রেস ও ফুল শুভেচ্ছা জানানো হয়।