বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রাথমিক শিক্ষা অফিসাদের বিভাগীয় মাসিক সমন্বয় সভা আগামী কাল

By Meherpur News

May 27, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই এর উদ্যোগে আগামী বুধবার (২৮ মে) মেহেরপুর পিটিআই মিলনায়তনে খুলনা বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিটিআই’র সমন্বয়ে মে মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগীয় উপ পরিচালক ড. মোঃ শফিফুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। খুলনা বিভাগের সকল জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গণ এবং পিটিআই সুপারগন উপস্থিত থাকবেন। সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির সভা সংক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থা সংক্রান্ত। শিক্ষকদের বিরুদ্ধে চলমান বিভাগের মামলা রুজু ও নিষ্পত্তিকরণ।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন সংক্রান্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সরকারিভাবে রেকর্ড ভুক্ত করনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।