বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

August 15, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি রেহানা মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, সাধারণ সম্পাদক নাজমুল, জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা, মেহেরপুর পৌর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি রানা প্রমূখ।পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।