বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা সমাজসেবা কার্যালয়ের আর্থিক সহায়তা যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সান, কিডনি, লিভার, সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া, রোগের আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে অন্যদের মাঝে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপর পরিচালক ফিরোজ আহমেদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সিদ্দিকা সেতু,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, বিআরডিবির উপ-পরিচালক জাকির হোসেন, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।