বর্তমান পরিপ্রেক্ষিত

জে এস সি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

March 09, 2019

মেহেরপুর নিউজ, ০৯ মার্চ: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যেগে শনিবার দুপুরে জিনিয়াস মিলনয়াতনে ২০১৮ সালে আনুষ্ঠিত জে এস সি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২০১৮ সালে জিনিয়াস থেকে মোট ৯০ জন পরীক্ষা দিয়ে ২৯ জন এপ্লাস সহ শতভাগ পাশ করার পাশাপাশি ২৮ জন বৃত্তি লাভ করে। যার মধ্যে ট্যালেন্ট হলো ৬ জন এবং সাধারন গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ করে। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপধ্যক্ষ সামসুর রহমান টুটুল । শিক্ষার্থী ইফতেখার আহম্মেদ, সুমাইয়া আরফিন প্রমুখ ।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ট্যালেন্ট গুলো বৃত্তি প্রাপ্ত ইফতেখার আহম্মেদ,সাইফ হাইদার,সাদাত আর সামী, আবিদ হোসেন,সাজিদ উর রহমান,নাহিয়ান বিনতে ওয়ালী, সুমাইয়া আরফিন,রাইদা আখতার,সামিয়া শেখ, সাদিয়া জান্নাত,সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হারুন আর রশিদ, মেহেরাব ফেরদৌস, শোয়াইব রহমান সাইফ, আহনাফ তাসনীম, ইকবাল,মুরশিদুল বারী নিশাত, তাহফিক মো: প্রতায়ে, সানজিদ ইসলাম, তাসনিমুল হাসান, অয়ন, প্রিয় সরকার,আরিয়ান হাসান, শারমিলা আখতার, মিমু, ইসরাত জাহান মুন্নি, সুমাইয়া আখতার, জারিন তাবাছুম, সাদিয়া আরফিন, খাদিজাখাতুন উপস্থিত ছিলেন।