বর্তমান পরিপ্রেক্ষিত

জোড়পুকুরিয়া সঃ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

By Meherpur News

May 13, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বিকেলের দিকে তিনি জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেন এবং লেখাপড়ার মান বৃদ্ধির ব্যাপারে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

পরিদর্শন কালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, জোরপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা আক্তার সেখানে উপস্থিত ছিলেন।