মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঝাউবাড়ীয়া গ্রামে খুচরা সার ডিলার নিয়োগ দেওয়ার লক্ষে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সাথে মতবিনিময় করেছেন ঝাউবাড়িয়া গ্রামবাসী।
বুধবার রাতে শ্যামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মতবিনিময় করেন। এলাকাবাসী ঝাউবাড়িয়া গ্রামের সাইদুর রহমানকে খুচরার সার ডিলার নিয়োগ দেওয়ার জন্য চেয়ারম্যান মতিউর রহমানের কাছে দাবী জানান। এ সময় ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রাম থেকে আগত মানুষজনের উদ্দেশ্যে মতিউর রহমান বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দিকনির্দেশনায় ডিলার নিয়োগ দেওয়া হবে। এখানে প্রকৃত সার ব্যবসায়ীরা স্থান পাবে বলে মতিউর রহমান জানান।